শাজাহানপুরে দুদক’র অর্থায়নে বিক্রেতা বিহীন ষ্টোরের উদ্বোধন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৮ জানুয়ারী ২০২০ ১২:৪৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪০ বার।

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর অর্থায়নে বগুড়ার শাজাহানপুরের মাদলা তানজিমুল উলুম দাখিল মাদ্রাসায় সততা স্টোর (বিক্রেতা বিহীন দোকান) এর উদ্বোধন করা হয়েছে।  মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে সততা স্টোরের উদ্বোধন করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় বগুড়ার উপ-পরিচালক মো: মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপ-সহকারি পরিচালক সুদীপ চৌধুরী, সহকারি পরিদর্শক মাহবুবুর রহমান। 
মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি আজিজার রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি সাজেদুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা নীরেন্দ্র মোহন সাহা, মাদ্রাসার সুপার মাওলানা আনোয়ারুল হক, সমাজ সেবক খলিলুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য খোরশেদ আলম, আবুল কালাম আজাদসহ শিক্ষকবৃন্দ। উদ্বোধনের পূর্বে দুদক’র পক্ষ থেকে সততা সংঘের সদস্য ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ, টিফিন বক্স, জ্যামিতি বক্স বিতরণ করা হয়। ফেরার পথে সরকারি চাঁচাইতারা-মাদলা যুক্ত উচ্চ বিদ্যালয়ের সততা স্টোরের কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন দুদক উপ-পরিচালক মো: মনিরুজ্জামান।