আগামী বছর শুধু জেএসসি পরীক্ষা থাকবে : মেনন

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৮ ০৫:৩২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৭ বার।

সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, জাতীয় শিক্ষানীতি অনুসারে আগামী বছর থেকেই প্রাথমিক সমাপনী পরীক্ষার পরিবর্তে শুধু জেএসসি পরীক্ষা নেওয়া হতে পারে। রোববার  সকালে রাজধানীর সেগুনবাগিচা এলাকার বিভিন্ন স্কুলে প্রাথমিক সমাপনী পরীক্ষাকেন্দ্র পরিদর্শনের পর সমাজকল্যাণমন্ত্রী এসব কথা বলেন।খবর দৈনিকশিক্ষা

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন বলেন, জাতীয় শিক্ষানীতি অনুসারে আগামী বছর থেকেই প্রাথমিক সমাপনী পরীক্ষার পরিবর্তে শুধু জেএসসি পরীক্ষা নেওয়া হতে পারে। প্রাথমিক সমাপনী পরীক্ষার জন্য একটি ছোট্ট শিশুকে যেভাবে পরিশ্রম করে প্রস্তুতি নিতে হয়, তা সত্যিই ভাবার বিষয়। বিষয়টি শুধু ছোট্ট শিশুটির জন্যই ভীতিকর নয়, এটি তাদের অভিভাবকদের জন্যও উদ্বেগের। কাজেই আগামী বছর থেকেই প্রাথমিক সমাপনী পরীক্ষার পরিবর্তে শুধু জেএসসি পরীক্ষা নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এ সময় মন্ত্রী পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করে দায়িত্বরত শিক্ষকদের সঙ্গে কথা বলে পরীক্ষার সার্বিক বিষয়ে খোঁজ নেন। পরিদর্শন শেষে সমাজকল্যাণমন্ত্রী মেনন পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের সঙ্গে তাঁদের সন্তানদের পড়ালেখার ব্যাপারে খোঁজখবর নেন।

এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব এ টি এম নাসির মিয়া মন্ত্রীর সঙ্গে ছিলেন।