শৈত্যপ্রবাহ বিদায় হতেই নামল বৃষ্টি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারী ২০২০ ০৬:২৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮২ বার।

চলতি মাসের শেষ শৈত্যপ্রবাহ বিদায় হতেই নামল বৃষ্টি। দেশের অধিকাংশ জেলায় হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ আবদুর রহমান সোমবার বাসসকে জানান, ২৯ ও ৩০ জানুয়ারি দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।

পরবর্তী ৭২ ঘণ্টা তথা তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে আবহাওয়ার উন্নতি হতে পারে।

এদিকে চলতি মাসের শেষ শৈত্যপ্রবাহ বিদায় নিয়েছে। বুধবার এক ডিজিটের তাপমাত্রা ছিল কেবল তেঁতুলিয়া আর শ্রীমঙ্গলে। তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.১ ডিগ্রি সেলসিয়াস। আর শ্রীমঙ্গলে তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস।

সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে ।