পাকিস্তানে এশিয়া কাপ হলে আপত্তি নেই ভারতের, তবে...

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারী ২০২০ ০৭:১৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৭ বার।

আগামী এশিয়া কাপ ক্রিকেট আসরের আয়োজক পাকিস্তান হলে তাতে ভারতের আপত্তি নেই বলে জানিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা। তবে চির প্রতিদ্বন্দ্বীদের মাটিতে ভারত খেলবে না বলেও জানিয়েছেন তিনি।

কদিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান বলেন, নিজেদের দেশে এশিয়া কাপ আয়োজন করতে বদ্ধপরিকর তারা। তাতে যদি ভারত অংশ না নেয় তবে পাকিস্তানও ভারতের মাটিতে আগামী বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিবেনা।

এর জবাবে পাল্টা হুমকি দিয়ে রাখল ভারতও। এ ব্যাপারে ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআইর এক শীর্ষ কর্মকর্তা বলেন- “পিসিবি টুর্নামেন্টের আয়োজক, এতে সমস্যা নেই, মূল সমস্যা হলো ভেন্যু। এখন যেমন অবস্থা, তাতে আমাদের নিরপেক্ষ ভেন্যুই প্রয়োজন।”

বিসিসিআইর এই কর্মকর্তা সাফ জানিয়ে দিয়েছেন, পাকিস্তানে টুর্নামেন্ট হলে সেখানে যাবে না ভারত। তারা অংশ নিতে পারে কেবল নিরপেক্ষ ভেন্যুতে হলেই।

“এশিয়া কাপের মতো বহুজাতিক টুর্নামেন্ট হলেও ভারতের পাকিস্তান সফরে যাওয়ার কোনও সুযোগ নেই। এসিসি যদি ভারতকে বাদ দিয়েই টুর্নামেন্ট মাঠে গড়াতে চায়, তাহলে সেটা ভিন্ন পরিস্থিতি। তবে ভারতকে এশিয়া কাপে চাইলে ভেন্যু পাকিস্তানে হতে পারবে না।”