ক্যারিবিয়ান সাগরে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারী ২০২০ ০৭:৩১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৭ বার।

পূর্ব কিউবা, জ্যামাইকা ও কেইম্যান দ্বীপপুঞ্জের মধ্যবর্তী ক্যারিবিয়ান সাগরে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত ২টা ১০ মিনিটের সময় ভূমিকম্পটি অনুভূত হয়। এ ভূমিকম্পের কারণে সুনামির ঢেউ তৈরির সম্ভাবনা প্রায় পার হয়ে গেছে বলে আন্তর্জাতিক সুনামি তথ্য কেন্দ্র জানিয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের। তবে এর পরও ওই অঞ্চলের সমুদ্রপৃষ্ঠের এক ফুট পর্যন্ত ওঠানামার সম্ভাবনা এখনও আছে বলে জানিয়েছেন তারা।

এতে জ্যামাইকা ও কিউবা থেকে শুরু করে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রের মিয়ামি পর্যন্ত বিশাল একটি এলাকা কেঁপে উঠেছে। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি জ্যামাইকার মন্টিগো বে শহর থেকে ১৩৯ কিলোমিটার উত্তরপশ্চিমে এবং কিউবার নিকুয়েরো শহর থেকে পশ্চিম দক্ষিণপশ্চিম দিকে ১৪০ কিলোমিটার দূরে সাগরতলের ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পটি কিউবার রাজধানী হাভানা, জ্যামাইকার কিংস্টোন, যুক্তরাষ্ট্রের মিয়ামি শহরসহ কোথাও কোথাও উৎপত্তিস্থলের ৭০০ কিলোমিটার দূর পর্যন্ত অনুভূত হয়েছে।

মিয়ামি ও জ্যামাইকার কয়েকটি অংশে সাময়িকভাবে বিভিন্ন অফিস খালি করে লোকজনকে সরিয়ে নেয়া হয়। দ্বীপপুঞ্জের ড্রেনগুলো উপচে পড়ছে এবং রাস্তায় বিভিন্ন জায়গায় গর্ত তৈরি হয়েছে বলে বাসিন্দারা জানিয়েছেন। এক গর্তে একটি গাড়ির অর্ধেকটা ঢুকে গেছে।

ফ্লোরিডার মিয়ামি শহরের কেন্দ্রস্থলে বেশ কয়েকটি ভবন থেকে কর্মীরা বের হয়ে যাওয়ায় সেগুলো খালি হয়ে যায়।