বগুড়ার আদমদীঘিতে বেড়েছে জুয়া খেলা, আটক ৩

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৯ জানুয়ারী ২০২০ ১১:৫২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮২ বার।

বগুড়ার আদমদীঘি উপজেলায় জুয়া খেলার প্রবণতা দিনকে দিন বেড়েই চলেছে। মঙ্গলবার রাতে অভিযানকালে উপজেলার কালাইকুড়ি গ্রামের দক্ষিণে সরিষা খেত থেকে ৩ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বুধবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন- আদমদীঘির কালাইকুড়ি গ্রামের তোফাজ্জলের ছেলে মনির (৩৬), সাহাবুদ্দিনের ছেলে সাইদুল হক (৫০) ও মবেজ আলীর ছেলে সালাম (৩৫)।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি টিম মঙ্গলবার দুপুরে উপজেলার বমনিগ্রামের ডাকাতগাড়ীতে অভিযান চালায়। এসময় জুয়া খেলা চলাকালে আসরে হানা দিলে জুয়াড়িরা পালিয়ে যায়। পরে রাতে কালাইকুড়ি গ্রামের দক্ষিনে সরিষা ক্ষেতে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়।

তবে স্থানীয়দের অভিযোগ আদমদীঘি উপজেলায় দিনকে দিন জুয়া খেলার প্রবণতা বেড়েই চলেছে। তারা জানায়, উপজেলার কুন্দগ্রাম, কড়ই, সালগ্রাম, পাইকপাড়া, কাললাইকুড়ি, বামনিগ্রাম ডাকাতগাড়ী, হলুদ ঘর নদের ধারে সান্তাহার, ছাতিয়ানগ্রামসহ বেশ কয়েকটি পয়েন্টে এক শ্রেনির পেশাদারি জুয়াড়ি ভাসমান অবস্থায় তাসের মাধ্যমে জুয়া খেলে আসছিল। সম্প্রতি পুলিশি তৎপরতায় কিছু দিন জুয়া খেলা বন্ধ থাকলেও গত কয়েক দিন ধরে ফের জুয়া খেলার প্রবণতা শুরু করেছে ওই জুয়াড়িরা।