আদমদীঘিতে নারীদের জরায়ু ও স্তন ক্যান্সার নির্ণয়ে দিনব্যাপী ফ্রি ক্যাম্পিং

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৯ জানুয়ারী ২০২০ ১২:২০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৮ বার।

বগুড়ার আদমদীঘি হাসপাতালের আয়োজনে ও ইউএনএফপি'র সহযোগীতায় দিনব্যাপী বিবাহিত নারীদের জরায়ু ও স্তন ক্যান্সার নির্নয়ে ফ্রি ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ক্যাম্পিং চলে।

আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শহীদুল্লাহ দেওয়ান জানান, দিনব্যাপী ওই ক্যাম্পিংয়ে ৩০ বছর বয়স থেকে ৪০ বছর বয়সী বিবাহিতা নারীদের বিনামুলে ২৮৩জন নারীর জরায়ুর মুখ ও স্তুন ক্যান্সার নির্নয় বা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ জন নারীর জরায়ুর মুখ ও ৪ জন নারী স্তন ক্যান্সার আক্রান্ত শনাক্ত হয়েছে।

গত ২০১৯ সালে ৪দিন ব্যাপি উপজেলার এক হাজারের অধিক বিবাহিত নারীর জরায়ুর মুখ ও স্তুন ক্যান্সার পরীক্ষা করে ৫০ জন নারীর জরায়ুর মুখ ও স্তন ক্যান্সার আক্রান্ত সনাক্ত হয়।