মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা বাবার কাছ থেকে পেয়েছি- জিএম সিরাজ

আমিনুল ইসলাম শ্রাবণ. ধুনট (বগুড়া) থেকে
প্রকাশ: ২৯ জানুয়ারী ২০২০ ১২:৩৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৫০ বার।

বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, ‘অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। বাবার নামের ফাউন্ডেশন থেকে আপনাদের সামান্য সহযোগিতা করতে পেরে আমি গর্বিত। রাজনীতিতে এসে আমি চাওয়ার চেয়ে অনেক বেশী পেয়েছি। ধুনট-শেরপুরের মানুষের যে ভালোবাসা আমি পেয়েছি তা যতদিন বেঁচে থাকবো ভুলব না। বিগত দিনে আপনাদের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো।’

বুধবার দুপুর ১২টায় শহীদ গোলাম রব্বানী ফাউন্ডেশনের উদ্যোগে বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর জিএমসি ডিগ্রী কলেজ মাঠে অসহায় ও দুস্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলার মথুরাপুর, গোপালনগর ও চৌকিবাড়ি ইউনিয়নের ৩০০জন শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন।

ধুনট উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মতিন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসআর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ সিরাজ রব্বানী, ধুনট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল খালেক মন্ডল ও সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান ফিরোজ, বিএনপি নেতা আলিমুদ্দিন হারুন মন্ডল, হায়দার আলী হিন্দোল, মোখফিজুর রহমান বাচ্চু, এনামুল হক শাহীন, শরাফাতজামান পাশা, আজহারুল ইসলাম, আফাজ উদ্দিন, আতাউর রহমান পলাশ, আব্দুল কাইয়ুম টগর, ফিরোজ আহমেদ, আবুল কালাম আজাদ, হাসান শহীদ বাদশা, রেজাউল করিম, ওসমান গণি, নাদু মিয়া, শাহা আলী, শাহাদৎ হোসেন, লুৎফর রহমান, যুবদল নেতা রাশেদুজ্জামান উজ্জল, আব্দুল হালিম, আবু মুসা, মাহমুদুল হাসান সুমন, উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মাদ আলী জন, স্বেচ্ছাসেবকদল নেতা মিনহাজ উদ্দিন মিঠু, শ্রমিকদল নেতা খোরশেদ আলম, ছাত্রদল নেতা আলম হাসান, রাসেল মাহমুদ, সুমন মাহমুদ, বায়েজিদ আহমেদ, জিয়া ও শীতল।