এসএসসি ও দাখিল পরীক্ষা উপলক্ষ্যে ধুনটে শিক্ষকদের সাথে প্রশাসনের মতবিনিময়

আমিনুল ইসলাম শ্রাবণ. ধুনট (বগুড়া) থেকে
প্রকাশ: ২৯ জানুয়ারী ২০২০ ১২:৪৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৯৮ বার।

বগুড়ার ধুনট উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সাথে প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা।

ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম।

সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, দাখিল পরীক্ষার কেন্দ্র সচিব অধ্যক্ষ হাফিজুর রহমান, এসএসসি পরীক্ষার বি কেন্দ্রের সচিব অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সহকারী সচিব তফিজ উদ্দিন, অধ্যক্ষ হেলাল উদ্দিন, প্রধান শিক্ষক মোহাম্মাদ আলী ও সুপার আল-আমিন।

উল্লেখ্য, আসন্ন এসএসসি পরীক্ষায় উপজেলার ৩৭টি বিদ্যালয়ের ২ হাজার ৫২৩ জন শিক্ষার্থী এবং দাখিল পরীক্ষায় ২৬ টি মাদ্রাসার ৪৮১ জন শিক্ষার্থী অংশ গ্রহন করবে। এসএসসি ও দাখিল পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্ব পেয়েছেন ২০০জন শিক্ষক।