শাবানা আজমির মৃত্যু কামনা করে পোস্ট, বরখাস্ত শিক্ষিকা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৯ জানুয়ারী ২০২০ ১৪:০২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৮ বার।

শাবানা আজমির মৃত্যু কামনা করে বরখাস্ত হলেন ভারতের এক স্কুল শিক্ষিকা। নয়ডার সরকারি স্কুলের ওই শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ, শাবানা আজমির মৃত্যু কামনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি।

সংবাদ প্রতিদিন জানায়, পঞ্চাশোর্ধ্ব ওই শিক্ষিকা নয়ডার দাদরি এলাকার একটি স্কুলে পড়ান। শাবানা আজমির গাড়ি দুর্ঘটনার পর তিনি অভিনেত্রীর মৃত্যু কামনা করে ফেসবুকে একটি পোস্ট করেন।

স্কুল কর্তৃপক্ষ জানায়, দুই দিন আগে বিষয়টি তাদের নজরে আসে। এরপরই ওই শিক্ষিকার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়।

ওই শিক্ষিকা উত্তরপ্রদেশের সরকারি কর্মীদের বিধিমালা লঙ্ঘন করেছেন। তাই অনির্দিষ্টকালের জন্য তাকে বরখাস্ত করা হয়েছে। এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে শিক্ষা দপ্তর। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বরখাস্তই থাকবেন ওই শিক্ষিকা।

প্রসঙ্গত, গত সপ্তাহে মুম্বাই-পুনে এক্সপ্রেস ওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণে বেঁচে যান শাবানা আজমি। তবে এই মুহূর্তে তিনি অনেকটা সেরে উঠেছেন বলে জানিয়েছেন শাবানার স্বামী জাভেদ আখতার। এই অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব।