বগুড়ায় আদালতের রায় উপেক্ষা করে জমি দখল চেষ্টার অভিযোগ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৯ জানুয়ারী ২০২০ ১৪:১১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩১ বার।

বগুড়ার শেরপুর উপজেলায় আদালতের রায় উপেক্ষা করে ওয়ারিশ সুত্রে প্রাপ্ত জমি বেদখল দিতে মরিয়া হয়ে উঠেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার সকালে বগুড়ার শেরপুর প্রেসক্লাবে জাহেদুর রহমান নামে এক ব্যবসায়ী সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তাদের ওয়ারিশসুত্রে পাওয়া জমি আদালত কর্তৃক দখল বুঝে দেয়ার পর সেই জমি আবারো বেদখল দিতে মরিয়া হয়ে উঠেছে উপজেলার বিশালপুর ইউনিয়নের কচুয়াপাড়া গ্রামের বাবলু সরকার ও তার স্বজনরা।


কচুয়াপাড়া গ্রামের মৃত আয়েন উদ্দিনের কন্যা খিরিমন বিবি পিতার মৃত্যুর পর পৈতৃক সুত্রে ১৮.৭৬ একর জমির মালিক হন। তার মৃত্যুর পর ওয়ারিশগন (৩পুত্র ২ কন্যা) ওই জমিতে চাষাবাদ করতে গেলে মৃত.খিরিমনের আত্মীয় বাবলু সরকার, শাহিন সরকার, সাজ্জাদ সরকার, মিন্টু সরকার, জিকু সরকার, পরছানা সরকার, হারুনার রশিদ, সাইফুল ইসলাম ও গোলাম ফারুক সহ অন্যান্য আত্মীয়রা মিলে জমির বেদখল দেন। পরে খিরিমনের পুত্র আব্দুল গফুর বাদী হয়ে ১৮.৭৬ একর জমির মালিকানা ও দখল নেয়ার জন্য মামলা করেন। যার নং ১৩০/৯৯। দেওয়ানী আদালতের মাধ্যমে ৭১ নং বিবাদীর সঙ্গে সলেহযুক্ত হইয়া ডিক্রি প্রাপ্ত হয় এবং দখলী পরওয়ানা ডিক্রি জারি ৫/২০০৮ মোকদ্দমার মাধ্যমে ২৮.০১.২০০৮ইং তারিখে কোর্ট হইতে দখল বুঝিয়া পায়।


দখল করা অবস্থায় মামলার বিবাদিগণ ২৩/২০০৮ মামলার আরজীর ৪নং তফশীল বিবাদী সাইফুল ইসলাম আপত্তি প্রদান করলে তা গ্রহণযোগ্য না হয়ে প্রার্থকের ডিক্রী বহাল রাখে এবং ২৪.০৯.২০০৮ তারিখে সন্তোষজনকভাবে মামলাটি নিষ্পত্তি হওয়ায় বিবাদগীগণ উহাতে উচ্চ আদালত মাননীয় হাইকোর্ট এর আপিল বিভাগে আপিল করে। যার নং ১১০৫/২০০৯। কিন্তু মাননীয় হাইকোর্ট আপিল বিভাগ নিন্ম আদালতের রায় বহাল রাখেন। পুনরায় বাদী গন সুপ্রিম কোর্টে লিভ-টু-আপিল করেন। আপিল নং ২১০৫/২০১০। মাননীয় সুপ্রিমকোর্ট নিন্ম আদালতের রায় ও মাননীয় হাইকোর্টেল রায় বিচার বিশ্লেষন করে মোকদ্দমাটি ২৪.০৫.২০১৫ সালে খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখেন।


এরপরেও বিবাদিরা আমাদের জমির বর্গাদারদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। এমনকি তারা জমি জোর করে আবারো দখল করবে মর্মে নানা হুমকি ধামকী অব্যাহত রেখেছে। তাই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রশাসনের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান তিনি। উক্ত সংবাদ সম্মেলনে গোলাম কিবরিয়া, সাজু খান, মাহিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।