ঢাকার দুই সিটি নির্বাচনে থাকছে ৭৫ প্লাটুন বিজিবি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারী ২০২০ ০৫:৫২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৩ বার।

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে ৭৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদর দপ্তরের কর্নেল মহিউদ্দিন আহমেদ বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। খবর দেশ রুপান্তর অনলাইন

তিনি বলেন, এর মধ্যে ৬৫ প্লাটুন মাঠে কাজ করবে। বাকি ১০ প্লাটুন রিজার্ভ ফোর্স হিসেবে থাকবে।

প্রতি দুইটি ওয়ার্ড মিলে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

এদিকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শেষ হচ্ছে আজ রাত ১২টায়। এর মধ্য দিয়ে গত ২০ দিন ধরে চলা মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের উৎসবমুখর প্রচার ও গণসংযোগ শেষ হচ্ছে।

এছাড়া শুক্রবার রাত ১২টা থেকে ১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত বাস, বেবিট্যাক্সি/সিএনজি অটোরিকশা, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, ট্রাক, টেম্পো, অন্যান্য যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে এক প্রজ্ঞাপনে জানিয়েছে ইসি।

মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকবে ৩০ জানুয়ারি রাত ১২টা থেকে ২ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত। তবে মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনে নিষেধাজ্ঞা রিটার্নিং কর্মকর্তার অনুমতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে শিথিলযোগ্য। এ ক্ষেত্রে পর্যবেক্ষকদের পরিচয়পত্র থাকতে হবে।

সিটি নির্বাচন উপলক্ষে ২৪ ঘণ্টা ইঞ্জিনচালিত নৌযানও বন্ধ থাকবে। ইসির আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল নৌপরিবহন মন্ত্রণালয় এ আদেশ জারি করেছে।

আদেশে বলা হয়, নির্বাচন উপলক্ষে ৩১ জানুয়ারি রাত ১২টা থেকে ১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত লঞ্চ,  ইঞ্জিনচালিত সব ধরনের নৌযান (জনগণ তথা ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত ক্ষুদ্র নৌযান ব্যতীত) এবং স্পিড বোট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য জেলা প্রশাসক, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে ক্ষমতা অর্পণ করা হলো।

আগামী ১ ফেব্রুয়ারি শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে এই দুই সিটিতে ভোট হবে।