নানা আয়োজনে বগুড়া সঃআঃ হক কলেজে সরস্বতী পূজা সম্পন্ন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩০ জানুয়ারী ২০২০ ১০:১৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০১ বার।

বিদ্যাদেবীর আরাধনায় বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে বগুড়া সরকারি আযিযুল হক কলেজে উদযাপিত হয়েছে সরস্বতী পূজা। হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব এর কলেজের শিক্ষার্থীরা বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানিয়েছেন তারা। সকাল ৯ টায় পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে সনাতন ধর্মালম্বী শিক্ষার্থীরা সহ বাইরের নানা পেশার ভক্ত অংশগ্রহণ করেন। এসময় পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার। 

পূজা শেষে সকাল ১১ টায় কলেজ চত্বরে বাণী অর্চনার ব্যানারে একটি র‍্যালি বের করা হয়। এতে অংশ নেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান আলী, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ফজলুল হক, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান কালাচাঁদ শীল , রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক তরনীকান্ত বর্মা, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক জগন্নাথ রায়, ইংরেজি বিভাগের সুব্রত কুমার সাহা, হিসাববিজ্ঞান বিভাগের অলোক কুমার সাহা, পদার্থ বিভাগের অনামিকা পাল, ব্যবস্থাপনা বিভাগের বিদ্যুৎ কুমার সাহা, রসায়ন বিভাগের সঞ্জয় কুমার, , রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাধন কুমার, অর্থনীতি বিভাগের মানসী রাণী সাহা, নির্মলচন্দ্র পাল, অরুপ রতন পাল, কনিকা দেবনাথ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায়, কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ, জেলা ছাত্রলীগ নেতা প্রনয় কুমার দত্ত, কলেজ শাখা ছাত্রলীগনেতা বিধান মোহন্ত সহ শিক্ষার্থীবৃন্দ। সন্ধ্যায় শিক্ষার্থীদের অংশগ্রহণে ধুনচি নাচ,শঙ্খ ধ্বনি ও গীতা পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পূজার সকল কার্যক্রম শেষ হয়।