আদমদীঘিতে প্রশিক্ষিত দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ৩০ জানুয়ারী ২০২০ ১২:০১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪০ বার।

বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদের এডিবি‘র অর্থায়নে মহিলা বিষয়ক অফিসে প্রশিক্ষণ নেওয়া দরিদ্র নারীদের মাঝে পা-চালিত সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলা পরিষদ চত্বরে এই সেলাই মেসিন বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ, বগুড়া জেলা পরিষদ সদস্য মনজু আরা বেগম, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, সালমা বেগম, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, আওয়ামীলীগ নেতা মোতাহার হোসেন, ছাত্রলীগ নেতা সুমিনুল ইসলাম সুমনসহ নেতৃবর্গ। উপজেলার বিভিন্ন ইউনিয়নেরর ৬৭জন প্রশিক্ষন প্রাপ্ত নারীদের মাঝে কর্মসংস্থানের লক্ষ্যে ৬৭টি সেলাই মেসিন প্রদান করা হয়।