১৭০ ভোটকেন্দ্র দখলের ষড়যন্ত্র দেখছেন তাপস

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারী ২০২০ ১৫:২২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৮ বার।

শেষ দিনের নির্বাচনী প্রচারণায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ১৭০ ভোটকেন্দ্র দখলের ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস। খবর যুগান্তর অনলাইন

বৃহস্পতিবার রাজধানীর গোপীবাগের ব্রাদার্স ক্লাবের মাঠে প্রচারণাকালে এক প্রশ্নের জবাবে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।

ফজলে নূর তাপস বলেন, আমরা খবর পেয়েছি ১৭০ ভোটকেন্দ্র দখলে ষড়যন্ত্র ও পাঁয়তারা হচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাই। আইন প্রয়োগকারী সংস্থাসহ নির্বাচন কমিশনে অনুরোধ করব, তারা যেন আশু পদক্ষেপ নেয়, যাতে করে সুষ্ঠু ভোটের পরিবেশ বজায় থাকে। আমি বিশ্বাস করি সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে নৌকার বিপুল ভোটে জয় হবে।

তিনি বলেন, নির্বাচনের দিন সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে বলে আমরা আশাবাদী। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইন প্রয়োগকারী সংস্থা এবং নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করব, তারা যেন কঠোরভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করে। আমরা কিছুটা শঙ্কিত, যদিও আমি আশা করব সব ভোটার ভোটকেন্দ্রে উপস্থিত হবেন।

শঙ্কিত হওয়ার কারণ জানিয়ে ক্ষমতাসীন দলের এ মেয়র প্রার্থী বলেন, আমরা কিছুটা শঙ্কিত কারণ কয়েকদিন আগে আমরা দেখছি, এই এলাকায় আমাদের কাউন্সিল প্রার্থী রোকন উদ্দিনের ক্যাম্পে আমাদের নেতাকর্মীরা সুন্দরভাবে গণসংযোগের কর্যক্রম করছিল। সেখানে বিএনপির মেয়র প্রার্থী নিজে উপস্থিত হয়ে আক্রমণ করেছেন। আমরা গতকাল (বুধবার রাতে) লক্ষ্য করেছি বিএনপির প্রার্থীর পিএস পরিচয়ে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। যিনি সে দিন অবৈধ অস্ত্র দিয়ে গুলি করেছেন। এমনি যদি সন্ত্রাসী দিয়ে কোনো ভোটকেন্দ্র দখল করার পাঁয়তারা করা হয়, তাহলে ভোটারাসহ ঢাকাবাসী সেটা প্রতিহত করবে। আমরা ভোটাদের সঙ্গে, ঢাকাবাসীর সঙ্গে থাকব। সেটা প্রতিহত করব। আমি আইন প্রয়োগকারী সংস্থার কাছে অনুরোধ করব কঠোরভাবে যাতে আইন প্রয়োগ করে এই সমস্ত সন্ত্রাসীদের থেকে আমাদের ঢাকাবাসীকে পরিত্রাণ দেয়।

প্রচারণার শেষ দিন ঢাকাবাসীর কাছে আবেদন রেখে তাপস বলেন, আমার প্রিয় ঢাকাবাসীর উদ্দেশ্য আবেদন করব। আমাদের প্রাণের ঢাকা, যে ঢাকাকে আমরা সবাই ভালোবাসি। আমাদের প্রিয় ঢাকাকে উন্নত করার সুযোগ পহেলা ফেব্রুয়ারি। ঢাকা দক্ষিণ সিটি নির্বাচন, এটা একটি স্থানীয় সরকার নির্বাচন। তাই দলমত নির্বিশেষে আমি সব ঢাকাবাসীর কাছে আবেদন করবব, আপনারা ভোটকেন্দ্রে উপস্থিত হবেন, আপনাদের ভোটারাধিকা প্রয়োগ করে একজন দক্ষ, একজন যোগ্য ব্যক্তিকে সেবক হিসেবে নির্বাচিত করে উন্নত ঢাকা গড়ার পক্ষে রায় দেবেন। তিনি বলেন, আপনাদের প্রত্যেকটি ভোট আমাকে, আমার কাউন্সিলদের শক্তি সঞ্চয় করবে। সব প্রতিকূলতা অতিক্রম করে আমরা উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে সততা, নিষ্ঠা, একাগ্রতায় নিবেদিত হয়ে কাজ করতে পারি, কাজ করব ইনশাআল্লাহ। আজকে এই গণসংযোগের শেষ দিনে দলমত নির্বিশেষে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নত ঢাকা গড়ার পক্ষে রায় দেবেন।