বগুড়ায় কথিত সন্ত্রাসীকে গ্রেফতারের দাবিতে থানার সামনে এলাকাবাসীর অবস্থান

দোস্ত আউয়াল
প্রকাশ: ৩০ জানুয়ারী ২০২০ ১৮:১৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৫৭ বার।

বগুড়ায় কথিত সন্ত্রাসী হাঁড়ি জুয়েলকে গ্রেফতারের দাবিতে রাতে থানার সামনে অবস্থান নেয় শতাধিক নারী-পুরুষ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার সময় সাবগ্রাম ইউনিয়নের  হাঁড়ি পাড়া এলাকার  গ্রামবাসীরা সদর থানার সামনে এসে অবস্থান নেয়।


পরে সদর থানার পরিদর্শক তদন্ত রেজাউল করিম রেজা উপস্থিত গ্রামবাসীদের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে তারা শান্ত হোন।  পরে গ্রামবাসীদের একটি প্রতিনিধিদলথানার মধ্যে যেয়ে অভিযোগ দায়ের করে।

 
অভিযোগ সূত্রে জানা যায়, সাবগ্রাম ইউনিয়নের দাসপাড়া এলাকার মনোঞ্জন ওরফে কালিপদ দাসের পুত্র জুয়েল হাঁড়ি (৩৫) এলাকার চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। দাসপাড়া গৌধূলী স্নিগ্ধা ক্লাব পূজা আরতিতে সরস্বতী পূজা চলার সময় জুয়েল হঠাৎ করে মহিলাদের উপর আক্রমণ করে। 


এসময় মহিলাদের অকথ্য ভাষায় গালি-গালাজ সহ শ্লীলতা হানির চেষ্টা করে।  একপর্যায়ে সে উপস্থিত সবাইকে অস্ত্র প্রদর্শন করে হত্যার হুমকিও দেয়। এবং আশেপাশের বাড়িঘরেও হামলা চালায়। 

এবিষয়ে বগুড়া সদর থানার পরিদর্শক তদন্ত রেজাউল করিম রেজা জানান, এখানে আসা মানুষেদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি গতপরশু জুয়েলের ছোট ভাই সম্রাটকে আমরা ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার করি। 


এইজন্য সে এলাকার সাধারণ মানুষদের উপর চড়াও হয়। ইতিমধ্যে আমাদের পুলিশের টিম ঘটনাস্থলে গিয়েছে। অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 
তিনি আরও জানান, এরআগেও জুয়েলকে বিভিন্ন মামলায় একাধিক গ্রেফতার করা হয়েছে। কিছুদিন আগেই সে এক মামলায় জামিনে ছাড়া পায়।