বগুড়া মাটিডালী উচ্চ বিদালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: ৩১ জানুয়ারী ২০২০ ১২:৪৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৬১ বার।

বগুড়া মাটিডালী উচ্চ বিদালয়ের ৪৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল দশ ঘটিকায় বেলুন, ফেস্টুন ও শান্তির পায়রা উড়িয়ে অনুঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। এরপর শুরু হয় মার্চ পাস্ট, মশাল প্রজ্জলন ও খেলাধুলা।


পুরস্কার রিতরণী অনুষ্ঠানের আগে ছোট আলোচনা সভার সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী
মাহবুব হামিদ তারা।  সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লাল মিয়া।

এসময় আমন্ত্রিত বিশেষ অতিথি আলতাব হোসেন ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার ও সাবেক অধিনায়ক  মুশফিকুর রহিম মিতু, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার হযরত আলী, বগুড়া সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোর্শেদ, বগুড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মেজবাহুল হামিদ মেজবা। ক্রিড়া প্রতিযোগিতা ও  পুরস্কার বিতরণী  অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সরকারী শিক্ষক রেজাউল করিম, আমজাদ হোসেন শোভন ও সহকারী শিক্ষিকা আফছা খাতুন ও ক্রীড়া পরিচালনায় ছিলেন সহকারী শিক্ষক ফজলে রাব্বী।

দুপুরে খাবারের বিরতীর পরে শুরু হয় সহকারী শিক্ষক আমজাদ হোসেন শোভন ও শিক্ষার্থী তনিমা তাহসিনের সঞ্চালনায় সাংস্কৃতিক  অনুষ্ঠান।  অনুষ্ঠানে কবিতা, গান,  নাচ, কৌতুক ও নাটিকা পরিবেশন করেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা। গান পরিবেশনে সার্বিক সহযোগিতা করেন হারমোনিয়ামে নাট্যকর্মী মাহবুবে সোবাহানি বাপ্পি ও তবলায় নিবির।  দিনব্যাপি এই আয়োজনে শিক্ষক,  শিক্ষার্থী,  অভিভাবক ও পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে অনুষ্ঠানটি সুন্দর ভাবে উপভোগ করে।