বাংলাদেশ যুবাদের হারাতে পারবে না কিউইরা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ৩১ জানুয়ারী ২০২০ ১৪:০০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৩ বার।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বের শুরুর দুই ম্যাচে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ। এরপর কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা যুবাদের উড়িয়ে দিয়েছেন তামিম-রাকিবুলরা। সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নিউজিল্যান্ডকে। সাবেক ইংলিশ ক্রিকেটার এবং বর্তমান ধারাভাষ্যকার অ্যালান উইলকিনস মনে করেন, ফাইনালে যাওয়ার লড়াইয়ে এই বাংলাদেশকে হারানোর শক্তি নেই কিউই যুবাদের।

পচেফস্ট্রুমে বাংলাদেশ যুবারা বড় ব্যবধানে হারিয়েছে প্রোটিয়াদের। একই মাঠে দ্বিতীয় সেমিফাইনাল খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেমিফাইনালে জয় তুলে নিয়ে টাইগার যুবাদের ফাইনালে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী উইলকিনস বলেন, 'এই বাংলাদেশ খুবই ভালো এক দল। তাদের ফাইনালে যাওয়ার সব ধরণের সুযোগ দেখছি আমি।'

ইংলিশ এই ধারাভাষ্যকার বলেন, 'নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের দর্শকদের জন্য দুঃখিত আমি। কারণ বাংলাদেশকে সেমিফাইনালে তারা হারাতে পারবে না। বাংলাদেশ দলে অনেক বেশি বৈচিত্র, দলে ভালো ব্যাকআপ ক্রিকেটারও অনেক।'

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ১৭ বছর বয়সী বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসান ১৯ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট। গ্রুপ পর্বের এক ম্যাচে হ্যাটট্রিক করেন তিনি। ফাইনালেও তিনি দলের বড় অস্ত্র হবেন। তবে উইলকিনসের মতে, শুধু রাকিবুল না বাংলাদেশ দলের শক্তির জায়গা আরও অনেক জায়গায়।

যেমন প্রোটিয়া যুবাদের বিপক্ষে তানজিদ তামিম ভালো ব্যাটিং করেছেন। বল হাতে আবার পেসার তানজিম সাকিব দারুণ বোলিং করেছেন। এছাড়া শহিদুল ইসলামের মতো দারুণ পেস বোলার আছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে। প্রথম শ্রেণির ক্রিকেটে চারশ' উইকেট নেওয়া উইলকিনস তাই বলেন, 'যদি রাকিবুল না পারে তাদের দলে অন্য ক্রিকেটার আছে। দ্বিতীয়জন না পারলে তৃতীয় কেউ দায়িত্ব নিয়ে দেবে।'

তিনি বলেন, 'তারা দারুণ কিছু পেস বোলার পেয়েছে। তাছাড়া যেভাবে তারা ব্যাটিং করে। সব মিলিয়ে পরিপূর্ণ এক দল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। আমার মনে হয় না, বাংলাদেশকে হারানোর মতো যথেষ্ঠ শক্তি নিউজিল্যান্ডের আছে।' এর আগে গত বছর নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ খেলতে গিয়ে যুবারা ৪-১ ব্যবধানে সিরিজ জেতে। সেমিফাইনালেও ওই সিরিজ জয় নিশ্চয় আত্মবিশ্বাস দেবে টাইগার যুবাদের।