ধানের শীষে ভোট দেওয়ায় মারধর

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০ ০৬:৩৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৬ বার।

ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কার্জন হল কেন্দ্রে এক ব্যক্তিকে মারধর করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। শনিবার বেলা সোয়া ১০টার দিকে ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে কার্জন হল কেন্দ্রে ভোট দেন এক ব্যক্তি। ভোট দিয়ে বের হওয়ার পর বাইরে থাকা ছাত্রলীগের নেতা-কর্মীরা জানতে চায়, কোন প্রতীকে ভোট দিয়েছেন।

ওই ব্যক্তি ধানের শীষে ভোট দিয়েছেন বলতেই মারধর শুরু করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে তাকে মারতে মারতে ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের দিকে নিয়ে যাওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দক্ষিণের ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন। রাজধানীর অন্য এলাকার মতো এখানেও ভোটারদের উপস্থিতি হাতেগোনা। তবে ভোটকেন্দ্রের সামনে ছাত্রলীগ নেতা-কর্মীদের উপস্থিতি চোখে পড়ার মতো।

এ দিকে উত্তর ও দক্ষিণের অনেক ভোটকেন্দ্রে বিএনপির এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে অনেক কেন্দ্রে এজেন্টদের দেখা মেলেনি।

ঢাকার দুই সিটি করপোরেশনে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।