বগুড়ায় র‌্যাবের অভিযানঃ এক নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতারঃ ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৮ ০৮:১৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৮ বার।

বগুড়ায় র‌্যাব সদস্যরা ৭০ বোতল ফেন্সিডিল এবং ফেন্সিডিল বিক্রির টাকাসহ ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে একজন নারীও রয়েছে। রোববার দিবাগত রাতে জেলার শিবগঞ্জ উপজেলার সাদুল্যাপুর গ্রামে একটি পুকুরপাড়ে বাঁশঝাড়ের নিচ থেকে সেগুলো উদ্ধার করে। র‌্যাব বগুড়া ক্যাম্প কমান্ডার মেজর মোর্শেদ হাসান স্বাক্ষরিত সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলোঃ নীলফামারী জেলার জলঢাকা উপজেলার চরভরট গ্রামের মফিল উদ্দিনের ছেলে আতাউর রহমান (২৬), জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা কুটাহার গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মোতালেব হোসেন জিয়া (৩৫) পার্শ্ববর্তী রতনপুর উত্তরপাড়া গ্রামের দুদু সওদাগরের ছেলে  জাহিদুল সওদাগর (৪৪) ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার বন্তেঘড়ি উত্তরপাড়ার হাফিজার রহমানের মেয়ে সুবর্ণা খাতুন (২০)।
র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার ওই ৪জন মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে ভারতীয় ফেন্সিডিল জয়পুরহাট ও বগুড়ার জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। এদের মধ্যে আতাউর জয়পুরহাটের পাঁচবিবি এলাকার আলোচিত মাদক ব্যবসায়ী।
অভিযানকালে তাদের কাছ থেকে ফেন্সিডিল বিক্রির ১ হাজার ৮৪০ টাকা পাওয়া যায়। গ্রেফতার ওই ৪ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।