শাজাহানপুরে হাঁস খেলায় মজলো পল্লী গ্রামের আবাল বৃদ্ধ বনিতা

শাজাহানপুর(উপজেলা) প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০ ১২:৩৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৬ বার।

বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপীনগর পশ্চিমপাড়া গ্রামের ব্যবসায়ী এনামুল হক জুয়েলের পুকুরে ‘হাঁস খেলা’ প্রতিযোগিতা দেখতে  শনিবার দুপুরে পুকুরের চারধারে ভির জমিয়েছিলেন পল্লী গ্রামের ২ সহস্রাধিক আবাল বৃদ্ধ বনিতা। মন জুড়ে প্রতিযোগিতাটি উপভোগ করেছে উৎসুক জনতা। এ প্রতিযোগিতা গ্রামীণ মানুষের চিত্ত বিনোদনে যোগ করেছে নতুন এক অনুসঙ্গ। 
জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষ্যে মেনোনাইট সেন্ট্রাল কমিটি (এমসিসি) বাংলাদেশ এর সহযোগিতায় গ্রামীণ উন্নয়ন প্রকল্প (গাপ) এর আয়োজনে ‘হাঁস খেলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে গত দু’দিন ধরে চোপীনগর ইউনিয়নের প্রতিটি গ্রামে মাইকিং করা হয়। এতে প্রতিযোগিতাটি উপভোগের বিষয়ে স্থানীয়দের মাঝে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। দুপুর ১২টার দিকে প্রতিযোগিতার উদ্বোধন করেন সমাজ সেবক ও ব্যবসায়ী সিরাজুল হক রিক্তা। গাপ’র নির্বাহী পরিচালক মো: আব্দুল্লাহ্’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, সমাজ সেবক সেলিমুজ্জামান, এমসিসি বাংলাদেশ’র প্রোগ্রাম অফিসার জাহাঙ্গীর আলম প্রমুখ। বক্তাগণ বলেন, সবজি ও ফসল উৎপাদনের ক্ষেত্রে রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব সার এবং জৈবিক পদ্ধতিতে পোকা-মাকর ও রোগবালাই দমন করতে হবে। এতে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব হবে। অন্যথায় মানবদেহে মরব্যাধি ক্যান্সারসহ নানা রকম রোগ সৃষ্টি হবে। প্রতিযোগিতায় ৪টি দল অংশ নেয়। প্রতিটি দলের ১০ জন সদস্য পুকুরে নামার পর তাদের উদ্দেশ্যে ১টি হাঁস পুকুরের পানিতে ছেড়ে দেয়া হয়। এরপর ১০ জন সদস্যই সাঁতরিয়ে হাঁসটিকে ধরার প্রতিযোগিতায় মেতে উঠেন। শেষ পর্যন্ত যিনি হাঁসটিকে ধরে ফেলেন তিনিই এই প্রতিযোগিতার বিজয়ী ব্যক্তি। এ ভাবে ৪টি দলের ৪ জন সদস্য প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন।