দুই সিটিতে ভালো ভোট, ৩০ শতাংশের কম ভোট: সিইসি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০ ১৪:২১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৩৬ বার।

ঢাকা  উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ৩০ শতাংশের কম ভোট পড়বে বলে অনুমান করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। 

শনিবার রাতে নির্বাচন কমিশনারদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপ শেষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  

দুই সিটির ভোট ভালো হয়েছে দাবি করে তিনি বলেন, পার্সেন্টেজের খবর আমি জানি না তবে ৩০ শতাংশ হতে পারে।

শনিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। এবারই প্রথম সব কেন্দ্রে ইভিএমে ভোট নেয়া হয়। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিইসির সঙ্গে দেখা করে তার পদত্যাগ চেয়েছিল। এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে সিইসি তা নাকচ করে দেন। 

সুষ্ঠু ভোট হয়েছে দাবি করে নূরুল হুদা বলেন, অলরেডি ফলাফল আসা শুরু করেছে।  

ইভিএমের প্রসঙ্গে সিইসি বলেন, সবাই সন্তুষ্টি প্রকাশ করেছে। 

ফিঙ্গার নিয়ে অনেক ভোটারকে বের করে দেওয়া হয়েছে জানতে চাইলে বলেন, 'ইভিএমে কারচুপির সুযোগ নাই'।