বগুড়ার শেরপুরে পল্লী বিদ্যুৎ সমিতির উঠান বৈঠক

শেরপুর(উপজেলা) প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০ ১৫:২০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১১ বার।

বগুড়ার শেরপুরে পল্লী বিদুৎ সমিতির স্থানীয় জোনাল অফিসের উদ্যোগে উপজেলার খামারকান্দি ইউনিয়ন পরিষদের সভাকক্ষে শনিবার গ্রাহক সেবায় উঠান বৈঠক ও  সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ প্রদান বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অত্র খামারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সোলার বিষয়ক প্রকল্প পরিচালক জনাব মোঃ শাকিল ইবনে সাইদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: ফখরুল আলম, সমিতির সদস্য সেবা বিভাগের সহকারী জেনারেল ম্যানেজার মোঃ রেজাউল করিম, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সৌর বিদ্যুত্ চালিত  কৃষি সেচ পাম্পের কনসালট্যান্ট মোঃ শিহাব উদ্দিন  শিকদার, মোঃ এমদাদুল হক প্রমুখ বক্তব্য রাখেন। 
উক্ত অনুষ্ঠানে বক্তারা মুজিব বর্ষকে সামনে রেখে পল্লী বিদ্যুতের বিভিন্ন কার্যক্রমের ব্যপারে আলোচনা করেন এবং সৌর বিদুৎ চালিত সেচ পাম্পের বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি তাৎক্ষনিক সৌর বিদুৎ চালিত সেচ পাম্পের আবেদন গ্রহন করা হয়। এসময় বক্তারা আরো বলেন, সরকার বিশেষ অনুদান দিয়ে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) এর আর্থিক সহয়তায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোড্রের মাধ্যমে সোলার সেচ পাম্প স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে।