শেরপুরে ডায়মন্ড জুবলী হাইস্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

শেরপুর(বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৩৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৭ বার।

বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডায়মন্ড জুবলী হাইস্কুলের প্রাক্তন (১৯৮৩- ১৯৮৪) ব্যাচের ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। পুনর্মিলনী উৎযাপন কমিটির সভাপতি  ও শেরপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি মো. লিয়াকত আলী সেখ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো.হুমায়ুন কবীর, অত্র বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক আলহাজ মো. আব্দুল হামিদ, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী সদানন্দ লাহিড়ী, সাবেক সহকারী শিক্ষক শ্রী রবিন্দ্রনাথ সরকার, আলহাজ মো.আব্দুর রশিদ, মো. আলতাফ হোসেন, বর্তমান প্রধান শিক্ষক মো.আখতার উদ্দিন বিপ্লব, পুনর্মিলনী উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক স্বপন রায়, রেজাউল করিম রেজা, শফিকুল ইসলাম আরফান, আলহাজ মো.আব্দুল মজিদ, বিকাশ রায়, লতিফুল খবির মুক্তার, সাইদুর রহমান প্রমূখ। সকালে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। এরপর পবিত্র কোরআন তেলয়াত ও গীতাপাঠ করা হয়। শেরপুর ডিজে হাইস্কুলের প্রয়াত সকল শিক্ষক ও শিক্ষার্থীদের স্বরণে দঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে পুনমির্লনী অনুষ্ঠানের প্রধান আকর্ষন আমাদের ডায়মন্ড নামের একটি সংকলন প্রকাশ করা হয়