এবার ধোনি ও কোহলির সমালোচনায় মুখর শেবাগ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০ ০৯:১৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৭ বার।

টুইটারে প্রায়ই পাক ক্রিকেটার সঙ্গে তর্কযুদ্ধে নেমে পড়েন ভারতের সাবেক হার্ডহিটার ওপেনার বীরেন্দ্র শোবাগ।

আফ্রিদি, শোয়েব আখতারদের বিষবাক্যে জর্জরিত করেন তিনি।

এবার সতীর্থ ও ভারত দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনীকে একাহাত নিলেন শেবাগ।

রোটেশন পদ্ধতির নামে সিনিয়র ক্রিকেটারদের ছাঁটাই করার নিয়ে কথা বলতে গিয়ে ধোনির বিপক্ষে বেশ কিছু মন্তব্য করেন বীরেন্দ্র শেবাগ।

সম্প্রতি ক্রিকবাজের লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়ে ধোনির অধিনায়কত্ব ও তাকে নিয়ে করা মন্তব্যের জবাব দেন শেবাগ।

শেবাগ বলেন, ‘২০১২ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে ধোনি বলেছিলেন, ব্যাটিং অর্ডারের প্রথম তিনজন মন্থর গতিতে ফিল্ডিং করেন। অর্থাৎ শচীন টেন্ডুলকার, গৌতম গম্ভীর এবং আমি ভালো ফিল্ডার নই। সে সময় বিষয়টি নিয়ে উচ্চবাচ্য করিনি। আমাদের ফিল্ডিংয়ের বিষয়ে কোনো রকম কথাবার্তা না বলেই এমন মন্তব্য করেছিলেন ধোনি।’

তিনি বলেন, ‘সে সময় এক সংবাদ সম্মলনে ধোনি বলেছিলেন, আমরা তিনজন স্লো ফিল্ডার। কিন্তু টিম মিটিংয়ে কোনোদিন ধোনিকে এমন কথা বলতে শুনিনি।’

শেবাগ যোগ করেন, ‘ কিন্তু সে সময় টিম মিটিংয়ে রোহিত শর্মাকে নিয়ে আলোচনা হতো। ও তখন নতুন এসেছে। তাকে বেশি বেশি খেলানোর কথা বলা হত।’

এরপর কোহলির নেতৃত্বের সমালোচনা করে রোহিতের অধিনায়কত্বের প্রশংসা করেন শেবাগ।

তিনি বলেন, ‘অধিনায়কের উচিত প্রত্যেক ক্রিকেটারের সঙ্গে কথা বলা। আমি জানি না বিরাট এসব করে কিনা। তবে অনেকেই বলেছেন, এশিয়া কাপে অধিনায়কত্ব করার সময় রোহিত সব ক্রিকেটারের সঙ্গে বলত।’