ওবায়দুল কাদের সুস্থ, তবে আরও বিশ্রাম প্রয়োজন

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৩৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৪ বার।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সুস্থ আছেন। তবে তার আরও বিশ্রাম প্রয়োজন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, স্বাস্থ্যের আশানুরূপ উন্নতি হওয়ায় শনিবার তাকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

বিএসএমএমইউ’র কার্ডিওলজি বিভাগের অধ্যাপক সৈয়দ আলী আহসান জানিয়েছেন, ওবায়দুল কাদের পুরোপুরি সুস্থ। তবে তার আরও বিশ্রাম প্রয়োজন।

গত ৩১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় ঠান্ডাজনিত শ্বাসকষ্ট নিয়ে ওবায়দুল কাদের বিএসএমএমইউ-তে ভর্তি হন।

উল্লেখ্য, হৃদ্‌রোগে আক্রান্ত ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য গত বছরের ৪ মার্চ সিঙ্গাপুর পাঠানো হয়।

পরে ২০ মার্চ কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাইপাস সার্জারি পরবর্তী ফলোআপ চিকিৎসা নিয়ে আসছিলেন।