বগুড়ায় ইকোকার্ডিওগ্রাফির ওয়ার্কসপ অনুষ্ঠিত

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৮ ১১:৫৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৪৫ বার।

উত্তরবঙ্গের বিশেষজ্ঞ ডাক্তারদের অংশগ্রহণে বগুড়ায় ইকোকার্ডিওগ্রাফি বিষয়ে ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার হোটেল মম ইনে দিনব্যাপী ওই ওয়ার্কসপের উদ্বোধন করেন টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম।  বেক্সিমকো ফার্মা ও টিএমএসএস’র যৌথ সহযোগিতায় ইকো ঢাকা ২০১৮ এর এই ওয়ার্কসপে ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি হিসাবে কি-নোট উপস্থাপনা করেন প্রফেসর এনসি নন্দা। বক্তব্য রাখেন বাংলাদেশ একাডেমি ইকোকার্ডিওগ্রাফি এ্যান্ড ক্লিনিক্যাল কার্ডিওলজি’র চেয়ারম্যান প্রফেসর আব্দুল্লাহ আল শাফি মজুমদার।  ওই ওয়ার্কসপের  আয়োজন করে  বাংলাদেশ একাডেমি ইকোকার্ডিওগ্রাফি এ্যান্ড ক্লিনিক্যাল কার্ডিওলজি ও ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কার্ডিও ভাস্কুলার আল্ট্রাসাউন্ড (আইএসসিইউ)।