হুয়াওয়ের নতুন ফোনে ‘বিশেষ অফার’

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৪৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৯ বার।

ওয়াই সিক্স এস নামের নতুন একটি ফোন বাংলাদেশের বাজারে এনেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। ২ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন শপ দারাজ ডটকমে ফোনটি ‘আকর্ষণীয় মূল্যে’ কিনতে পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

দারাজের অফার শেষ হলে ৯ ফেব্রুয়ারি থেকে হুয়াওয়ে অনুমোদিত দেশের সকল ব্র্যান্ডশপ থেকে ফোনটি কেনা যাবে। বাংলাদেশের বাজারে ফোনটির দাম ধরা হয়েছে ১৪ হাজার ৪৯৯ টাকা।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৩ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম। ৬৪ জিবি রম সুবিধার পাশাপাশি ফোনটিতে ৫১২ জিবি পর্যন্ত এক্সটারনাল মেমোরি কার্ড ব্যবহার করা যাবে।

ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ৯.০। অ্যান্ড্রয়েডের এ অপারেটিং সিস্টেমের আদলে ব্যবহার করা হয়েছে ইএমইউআই ৯.১। এতে ২.৩ গিগাবাইটসহ অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে।

‘ঝকঝকে’ ছবির জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। ক্যামেরাটির ১.৮ অ্যাপারচারের কারণে ভালো আলো পাওয়া যাবে। ফলে ছবিগুলো হবে উজ্জ্বল।

ক্যামেরার পাশেই রয়েছে একটি এলইডি ফ্ল্যাশ লাইট। এ ছাড়া ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ৮ মেগাপিক্সেল লেন্স।

ওয়াই সিক্স এস ফোনটিতে রয়েছে ৬.০৯ ইঞ্চির এইচডি ডিসপ্লে। এর রেজ্যুলেশন ১৫৬০ ও ৭২০। ৮৭ শতাংশ স্ক্রিন টু বডি রেশিওসহ ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডিউড্রপ ডিসপ্লে।

অর্কিড ব্লু ও স্টারি ব্ল্যাক এ দু’টি কালারের ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৩০২০ এমএএইচের ব্যাটারি।