বগুড়ায় কমেছে এসএসসি পরীক্ষার্থী

অরুপ রতন শীল
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০ ১১:২৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪০ বার।

আগামী ৩ ফেব্রুয়ারি থেকে সারা দেশে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের আওতায় বগুড়া জেলা থেকে ৭৯ টি কেন্দ্রে এবার ৪৬ হাজার ৫০৮ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে। তবে গতবারের তুলনায় এবারে কমেছে প্রায় ২ হাজার পরীক্ষার্থী।

বগুড়া জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় এবার মোট পরীক্ষার্থীর মধ্যে এসএসসিতে (সাধারণ) ৪০টি কেন্দ্রে এবার ৩৫ হাজার ২৭০ জন অংশগ্রহণ করবে। এর মধ্যে ছাত্র ১৮ হাজার ১১৮  জন। আর ছাত্রী ১৭ হাজার জন। তবে গত বছর এসএসসিতে (সাধারণ) ৪০ কেন্দ্রে শিক্ষার্থী ছিল ৩৪ হাজার ৬২৯ জন। 
তবে দাখিলে গত বছরের তুলনায় বেশ পরিক্ষার্থী কমেছে। এবার দাখিল থেকে মোট ৮ হাজার ৩৮৬জন পরীক্ষার্থী অংশ নিবে। এর মধ্যে ছাত্র ৪ হাজার ১৬২ জন এবং ছাত্রী ৪ হাজার ২২৪ জন। গত বছরে পরীক্ষার্থী ছিল ১০ হাজার ৪১৯জন।

অরুপ
অপরদিকে, এবার এসএসসি ভোকেশনালে ১৮ টি কেন্দ্রে অংশ নিবে ২ হাজার ৮২০জন। এর মধ্যে ছাত্র ২ হাজার ৮৯জন এবং ছাত্রী ৭৩১ জন।
দাখিল ভোকেশনালে ২ টি কেন্দ্রে মোট ৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে ছাত্র ২৯জন এবং ছাত্রী ৩জন।
তবে গত বছর এসএসসি ও দাখিল ভোকেশনালে মোট পরীক্ষার্থী ছিল ২ হাজার ৯৬৩জন। 


জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ( আইসিটি ও শিক্ষা) মাসুম আলী বেগ পুণ্ড্রকথাকে  বলেন, ‘প্রতিটা কেন্দ্রের জন্য ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। পাশপাশি নির্বাহী ম্যাজিষ্ট্রেটও কাজ করবেন। সেই সাথে কেন্দ্রে ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা থাকবে’। 
তিনি আরও বলেন, ‘কেন্দ্র কোন ধরণের মোবাইল ফোন ব্যবহার করতে পারেব না। তবে শুধুমাত্র কেন্দ্র সচিব ফিচার বা বাটন মোবাইল ফোন ব্যবহার করতে পারবে।‘