নওগাঁর ধামইরহাট সীমান্তে দুই বাংলার হাজারো মানুষের মিলন মেলা

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০ ১২:১৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৮ বার।

নওগাঁর ধামইরহাট সীমান্তে দুই বাংলার হাজারো মানুষের মিলন মেলা অনুষ্ঠিত হয়।  রোববার সকাল ৮টায় থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধীনে উপজেলার আগ্রাদ্বিগুন বিওপির বাংলাদেশ অভ্যন্তরে মেইন পিলার ২৫৬ এর সাব পিলার ৯ এর কমরইল গ্রামের উত্তর মাঠে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। সকালে মিলন মেলা উদ্বোধন করেন আগ্রাদ্বিগুন বিওপির কোম্পানী কমান্ডার মো.নুরুল আমিন। ওপার বাংলার বিএসএফ এর ১২২ ব্যাটালিয়নের অন্তর্গত জলঘর ও হরিবংশপুর বিএসএফ ক্যাম্পের সদস্যদের উপস্থিতিতে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। মিলন মেলায় বিএসএফ তাদের কাঁটা তারের দরজা খুলে দেয়। ভারতের হাজার হাজার মানুষ তাদের নাগরিকত্ব আধার কার্ড দেখিয়ে বাংলাদেশে প্রবেশ করে। মিলন মেলা দুই বাংলার কয়েক জেলার লোকজনের সমাগম ঘটে। বিশেষ করে নওগাঁ,জয়পুরহাট,বগুড়া ও রাজশাহী জেলার হাজার হাজার মানুষ মাইক্রো,কার,ভটভটি ও ব্যাটারী চালিত ইজিবাইক নিয়ে আসে। ভারতের লোকজন বাংলাদেশে প্রবেশ করতে পারলেও বাংলার কোন লোক ভারতে প্রবেশ করতে পারেনি। ভারতের গঙ্গরামপুরের সাহারা বানু বলেন,নওগাঁ জেলার মহাদেবপুর নান্দাস গ্রামে তাদের আত্মীয় স্বজনদের সাথে অনেক দিন পর মিলিত হতে পেয়ে আমরা খুব খুশি। জয়পুরহাটের মঙ্গলবাড়ী গ্রামের অনিতা বর্মণ বলেন,সীমান্ত খুলে দেওয়ায় অনেক দিন পর তার কাকা-কাকীদের সাথে দেখা সাক্ষাত হলো। দুই বাংলার লোকজন তাদের আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাতের সাথে বিভিন্ন ধরণের উপহার সামগ্রী বিতরণ করেন। মিলন মেলা উপলক্ষে সীমান্তের কাঁটা তারের নিকটে বিভিন্ন পণ্য সামগ্রী কেনা বেচা হয়। সকাল থেকে আগ্রাদ্বিগুন বাজার থেকে সীমান্তবর্তী ওই মিলন মেলা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তা জুড়ে যানজট লেগে ছিল। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.শামীম হাসান সরদারের নেতৃত্বে পুলিশের সদস্যরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য তৎপর ছিল।