বগুড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিক্ষক দেড় মাস অনুপস্থিত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৪১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩১৫ বার।

বগুড়ার শাজাহানপুরে রামচন্দ্রপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক দেড় মাস যাবত কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার বিরুদ্ধে ২ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা রয়েছে। কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের তদন্ত রিপোর্ট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিকট প্রেরণ করা হয়েছে।

 
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানাগেছে, উপজেলার মাদলা ইউনিয়নের রামচন্দ্রপুর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গত ৪ ডিসেম্বর ২ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠে। অভিযোগের বিষয়টি ছড়িয়ে পড়লে ১৬ ডিসেম্বর থেকে গা ঢাকা দেন জাহাঙ্গীর আলম। এ বিষয়ে ব্যবস্থা নিতে ১৭ ডিসেম্বর লিখিত ভাবে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবগত করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরীন আখতার। এর প্রেক্ষিতে উপজেলা শিক্ষা কর্মকর্তা ১৯ ডিসেম্বর ৩ সদস্যের তদন্ত কমিটি দ্বারা সরেজমিন তদন্ত করে অভিযোগের সত্যতা পান।

অবশেষে গত ২৯ জানুয়ারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট অভিযোগের পূর্নাঙ্গ প্রতিবেদন দাখিল করেন শাজাহানপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান। ওই প্রতিবেদনে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে নিয়মিত অনুপস্থিতি, সরকারি কর্মচারী শৃংখলা ও আপীল বিধিমালা লংঘনসহ ছাত্রীকে যৌন হয়রানির বিষয়ে দায়েরকৃত মামলার ফেরারী আসামী হিসেবে উল্লেখ করে শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। অপরদিকে অভিভাবকরা জানিয়েছেন, শিক্ষক জাহাঙ্গীর আলমের অনুপস্থিতিতে ওই বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। যৌন হয়রানি মামলার তদন্তকারী কর্মকর্তা শাজাহানপুর থানার এস.আই মাসুদ রানা জানিয়েছেন, শিক্ষক জাহাঙ্গীর আলম পলাতন রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।