লন্ডনের রাস্তায় হামলা চালানো ‘জঙ্গির’ নাম সুদেশ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০ ০৫:৫৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮২ বার।

রবিবার লন্ডনের দক্ষিণে একটি ব্যস্ত সড়কে ছুরি হাতে হামলা চালানো সেই যুবকের নাম সুদেশ আম্মান। তাকে ইতিমধ্যে মেরে ফেলা হয়েছে। পুলিশের ধারণা, সুদেশ ‘ইসলামপন্থী’ সন্ত্রাসী ছিলেন।

২০ বছর বয়সী এই সন্ত্রাসী এক সপ্তাহ আগে জেল থেকে ছাড়া পান। সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছিল।

তার ছুরির আঘাতে তিন ব্যক্তি আহত হলেও নিহতের কোনো খবর পাওয়া যায়নি।

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, এই ধরনের অপরাধীরা যেন সহজে জেল থেকে ছাড়া না পান তার জন্য নতুন আইন করবেন।

সুদেশ ২০১৮ সালে ব্রিটিশ পুলিশের নজরে পড়েন। সে বছর তাকে গ্রেপ্তারের সময় জঙ্গিবাদ বিষয়ক কয়েকটি বই পাওয়া যায়। পরে আদালত তাকে ৩ বছর চার মাসের কারাদণ্ড দেন। কিন্তু কিছুদিন বাদে ছাড়া পেয়ে যান।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কারাদণ্ডের রায় শুনে সেদিন হাসছিলেন সুদেশ!