মধুর ক্যান্টিনের সামনে ককটেল বিস্ফোরণ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০ ০৬:৪৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৭ বার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ১১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর সমকাল অনলাইন

প্রতক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে মধুর ক্যান্টিনের সামনে ককটেলটি বিস্ফোরিত হয়। কলা ভবনের ছয় তলা থেকে ককটেলটি ছুঁড়ে মারা হয় বলে ধারণা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ে প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানি  বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। প্রক্টরিয়াল টিম ও আইন প্রয়োগকারী সংস্থা সেখানে আছে। 

প্রক্টর বলেন, কোন গোষ্ঠী ব্যক্তি স্বার্থে বা সুষ্ঠু সিটি কর্পোরেশন নির্বাচনের মাহাত্মকে নষ্ট করার জন্য এ অপতৎপরতা চালাচ্ছে। এদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।