বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মা ছেলে নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০ ০৯:১৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭০৮ বার।

বগুড়ার কাহালু উপজেলায় ট্রেনে কাটা পড়ে ফেলানী বেগম(৫২) ও তার ছেলে রাজ বাবু (২৭) নিহত হয়েছে।
নিহতরা হলেন- কাহালু উপজেলার সাগাটিয়া গ্রামের হারেজ উদ্দিনের স্ত্রী ফেলানী বেগম ও তার ছেলে রাজ বাবু। সোমবার (৩ ফেব্রুয়ারী) দুপুর পোনে ২টার দিকে কাহালু রেল স্টেশনের কাছে বটতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, ফেলানী বেগম রেল স্টেশনের রেল লাইনের পাশের ফুটপাতে খাবার বিক্রি করেন। দুপুর পৌনে দুইটার দিকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেন কাহালু স্টেশনে পৌছার আগে তার ছেলে রাজ বাবু আত্মহত্যার করার উদ্দেশ্য ট্রেনের নীচে ঝাঁপ দিতে গেলে তার মা উদ্ধার করতে যায়। এসময় তারা মা-ছেলে দুজনই ট্রেনে কাটা পড়ে খন্ড বিখন্ড হয়ে মারা যান।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম  জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।