বগুড়ায় কৃষক হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা দায়ের

আমিনুল ইসলাম শ্রাবণ. ধুনট (বগুড়া)
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০ ১০:৫৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৫৩ বার।

বগুড়ার ধুনট উপজেলায় রঞ্জু মিয়া নামের কৃষককে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। নিহতের স্ত্রী শিরিনা আকতার বাদী হয়ে রোববার রাতে ধুনট থানায় এ মামলা দায়ের করেছেন। 

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী মধ্যপাড়া গ্রামে মৃত মোকছেদ আলীর ছেলে রঞ্জু মিয়া একজন আদর্শ কৃষক। গত শুক্রবার রাতে বাড়ির অদূরে কৈয়ার বিলে নিজের জমিতে পাওয়ার টিলার দিয়ে হাল চাষ করছিলেন। রাত সাড়ে ৯টায় পরিবারের লোকজন তার খোঁজ নিতে গিয়ে পাওয়ার টিলারের উপর রক্তাক্ত আহত অবস্থায় রঞ্জু মিয়াকে দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রঞ্জু মিয়া মারা যায়। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একটি হাসুয়া (দেশীয় অস্ত্র) উদ্ধার করেছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য নিহত রঞ্জু মিয়ার প্রতিবেশী আলতা প্রামানিকের ছেলে ফিরোজ প্রামানিক (২৫) নামের এক যুবককে আটক করে। 

এ ঘটনায় রোববার রাতে রঞ্জু মিয়ার স্ত্রী শিরিনা আকতার বাদী হয়ে তিন জন নামীয় ও অজ্ঞাত ৫/৬জনকে আসামী করে ধুনট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারভূক্ত আসামী ফিরোজ প্রামানিককে গ্রেফতার দেখিয়ে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কৃষক রঞ্জু মিয়াকে হত্যার ঘটনায় তার স্ত্রী শিরিনা আকতার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্ত এবং হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। একই সাথে মামলার আসামীদের গ্রেফতার করতে অভিযান চলছে।