টেস্ট দলে ঢুকলেন সাদমান ইসলাম

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৮ ১৩:২৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৮ বার।

বাংলাদেশ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে আগেই। তামিম ইকবালের ইনজুরি থাকায় দলে জায়গা ফাঁকা ছিল একটি। সফরকারী উইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার পর জায়গাটা দখল করে নিলেন তরুণ ওপেনার সাদমান ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দলে ডাকা হয়েছে তাকে।

সাদমান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচে ৭৩ রানের এক ইনিংস খেলেন। ওপেনার সৌম্য সরকারের সঙ্গে তিনি গড়েন ১২৬ রানের জুটি। সৌম্য সরকার ৭৮ রানে ফিরে গেলেও টেস্ট মেজাজে শুরু করা সাদমান থামেন দলের ১৮৭ রানে। কাটা পড়েন রান আউটে। দক্ষতার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের সামলানোর ফল হাতে-নাতে পেয়ে গেলেন তরুণ এই ওপেনার।

তাকে দলে নেওয়ার ব্যাপারে বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার বলেন, 'আমরা তার দিকে বেশ কিছু দিন ধরেই নজর রাখছিলাম। আমরা মনে করছি, তাকে দলে সুযোগ দেওয়ার এটাই ভালো সময়।' ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার করা ওই রান তাকে দলে ঢুকতে সহায়তা করেছে বলে উল্লেখ করেন বাশার। তার মতে, 'সে খুব ভালো ব্যাট করেছে। তার সাম্প্রতিক প্রথম শ্রেণীর ফর্ম তাকে আত্মবিশ্বাসী হতে সহায়তা করবে।'

সাদমান প্রস্তুতি ম্যাচে ভালো করলেও নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাস ব্যর্থ হয়েছেন। তবে ২৩ বছর বয়সী সাদমান দীর্ঘদিন ধরে প্রথম শ্রেণীর ক্রিকেটে ভালো করার ফল পেয়েছেন। তিনি সম্প্রতি শেষ হওয়া জাতীয় ক্রিকেট লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক। এছাড়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এবং বাংলাদেশ 'এ' দলের প্রতিনিধিত্ব করেছেন তিনি। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, আরিফুল হক, মেহেদি মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান, সাদমান ইসলাম।