যুব বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২০ ০৬:৩৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮১ বার।

দক্ষিণ আফ্রিকায় চলতি ত্রয়োদশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমি-ফাইনালে মুখোমুখি যাচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। যুব বিশ্বকাপ হলেও এই লড়াইয়ে চোখ থাকছে ক্রিকেট বিশ্বের সবার।

পচেফস্ট্রুমে বাংলাদেশ সময় দুপুর ২টায় মুখোমুখি মাঠে নামবে দল দুটি। যুব বিশ্বকাপে দশমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে তারা।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত এবার সেমি-ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ফেভারিট হলেও টুর্নামেন্টের ইতিহাস পাকিস্তানের দিকে ঝুঁকে রয়েছে। যুব বিশ্বকাপে গত নয়বারের মুখোমুখি সাক্ষাতে পাঁচবার জয় পেয়েছে পাকিস্তান। চারবার ম্যাচ জিতেছে ভারত।

ম্যাচের আগে পাক অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার মোহাম্মদ হুরেইরা স্বীকার করে নিয়েছেন যে, ভারত-পাক ম্যাচ মানেই কঠিন ম্যাচ ৷ তবে সেমিফাইনাল আর একটা ম্যাচের মতো ধরে নিয়েই খেলবেন তারা। আফগানিস্তানকে গত ম্যাচে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে পাকিস্তান।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারত পাকিস্তানকে শেষবার হারিয়েছিল ২০০৬ সালে কলম্বোয়। ওই বছর টুর্নামেন্টে জিতেছিল তারা। ২০০৪ সালের পর দ্বিতীয়বার ট্রফি জিতেছিল পাকিস্তান। অন্যদিকে, গত বারের চ্যাম্পিয়ন ভারত টুর্নামেন্টের ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে সফল দল। চারবার ট্রফি জিতেছে ভারত।

সেমি-ফাইনালে ভারতীয় ওপেনার যশশ্বী জয়সওয়ালের উপর নজর থাকবে। কোয়ার্টার ফাইনালে শুরুতে ভারত ৩ উইকেট হারিয়ে ফেললেও যশশ্বী ৬২ রান হাকিয়ে দলকে ম্যাচে ফেরান। ছয়টি চার ও দু’টি ছক্কা হাঁকিয়ে ইনিংস সাজান বাঁ-হাতি। টুর্নামেন্টে এই নিয়ে এটি যশশ্বীর এটি তৃতীয় হাফ সেঞ্চুরি। টুর্নামেন্টের চার ম্যাচে যশশ্বী তিনটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। পাকিস্তান ম্যাচে নামার আগে যশশ্বীর রান এখন ২০৭। শুধু তাই নয় ওপেনার দিব্যনাস সাক্সেনা ও অধিনায়ক প্রিয়ম গর্গের দিকেও নজর থাকবে।

দারুণ ফর্মে আছেন পাকিস্তানের বেশ কয়েকজন খেলোয়াড়। এর মধ্যে মোহাম্মদ হুরাইরা কোয়ার্টার-ফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে ৬৪ রান করেন। বল হাতে টুর্নামেন্টে এখন পর্যন্ত আব্বাস আফ্রিদি ৯ উইকেট, তাহির হুসেন ৭ উইকেট ও মহম্মদ আমির খান ৭ উইকেট পেয়েছেন।