র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত' নিহত

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২০ ০৭:০৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬৯ বার।

কক্সবাজারের টেকনাফে র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' মোহাম্মদ ইলিয়াস ওরফে ডাকাত ইলিয়াস (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার রাত একটার দিকে উপজেলা হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরের পাহাড়ের কাছে এ ঘটনা ঘটে। র‍্যাব জানিয়েছে, নিহত ইলিয়াস টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা শালবাগান রোহিঙ্গা শরণার্থী শিবিরের ডি ব্লকে থাকতেন। তিনি রোহিঙ্গা ডাকাত ছিলেন। খবর সমকাল অনলাইন

কক্সবাজার র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) মীর্জা শাহেদ মাহাতাব বলেন, সোমবার রাতে উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবির এলাকায় অভিযানে যায় র‌্যাব। এ সময় ৬-৭ জন অস্ত্রধারী ডাকাতের সঙ্গে র‍্যাবের গুলি বিনিময় হয়। পরে ডাকাতেরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। এতে র‍্যাবের তিনজন সদস্য আহত হন। এ সময় ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় ইলিয়াসকে পাওয়া যায়। উদ্ধার করে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাকারিয়া মাহমুদ বলেন, রাতে সাধারণ পোশাকে একজন ও র‍্যাবের তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে সাধারণ পোশাকের ব্যক্তি হাসপাতালে আনার আগেই মারা যান। তার শরীরে তিনটি গুলির চিহ্ন রয়েছে। র‍্যাবের তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।