বগুড়ায় ট্রাকের চাপায় ভাগ্নের পর প্রাণ গেলো আহত মামার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২০ ১১:০৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯০ বার।

বগুড়ার নামুজায় বালু বোঝাই ট্রাকের ধাক্কায় শ্রী মনি (১২) নামের এক স্কুল ছাত্র নিহত এবং  আহত মামা পলাশ সরকারও (১৯) মারা গেছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় পলাশের। নিহত পলাশ সরকার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ সাহাপাড়া গ্রামের নেপাল চন্দ্র সরকারের ছেলে। এর আগে বেলা ১১ টার দিকে বগুড়া-নামুজা সড়কে চৌমহুনী নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।


জানা গেছে, পলাশ সরকার তার ভাগিনাকে নিয়ে চৌমহুনী বাজারে সড়ক পারাপার হচ্ছিল। এ সময়  দ্রুতগামী বালু বোঝাই একটি ট্রাক তাদেরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশু শ্রী মনির। স্থানীয় লোকজন আহত পলাশকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে পলাশ সরকারের মৃত্যু হয়।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ছিলিমপুর পুলিশ ফাঁড়ি পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ মন্ডল  জানান, পলাশ সরকার মঙ্গলবার বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।