টিএমএসএস মেডিকেল কলেজের উদ্যোগে বিশ্ব ক্যানসার দিবস পালিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২০ ১১:১২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৯ বার।

টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের অনকোলজী বিভাগের উদ্যোগে মঙ্গলবার ঠেঙ্গামারা বগুড়ায় বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষ্যে মেডিকেল কলেজের সেমিনার হলে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা কর্মসূচীর মধ্যদিয়ে দিনটি পালিত হচ্ছে। ক্যানসার দিবসের ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত এই তিন বছরের প্রতিপাদ্য “আমি আছি,আমি থাকব,ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে”।


উক্ত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর সাবেক ডীন প্রফেসর ডাঃ মতিউর রহমান মোল্লা। তিনি তার বক্তব্যে বলেন এ রোগ সম্পর্কে ধারণা,সচেতনতা বাড়াতে হবে। প্রাথমিক ভাবে ক্যানসার প্রতিরোধেই সবচেয়ে বেশী গুরুত্ব দিতে হবে। এ জন্য মানুষকে সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যকর জীবণযাপনে উদ্বুদ্ধ করতে হবে। তিনি আরও বলেন রোগীর চাহিদা অনুযায়ী ক্যানসার স্ক্রিনিং এর ব্যবস্থা আরও সহজ লভ্য করা দরকার। ক্যানসারের প্রতিষেধক টিকা কর্মসূচীতেও গুরুত্ব দিতে হবে। বিশেষায়িত হাসপাতালের পাশাপাশি পর্যায়ক্রমে সরকারী হাসপাতাল গুলোতে পূর্ণাঙ্গ ক্যানসার বিভাগ চালু করতে হবে।

সেমিনারে আরও বক্তব্য রাখেন টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক ডাঃ মোঃ মতিউর রহমান,টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের নির্বাহী উপদেষ্টা অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল,হেলথ সার্ভিস ডমিনের পরিচালক ডাঃ মোঃ আব্দুল হক, টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহজাহান আলী সরকার,মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মাসুদুর রহমান,কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ আজফারুল হাবীব রোজ প্রমূখ। মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্যানসার রোগের বিভিন্ন দিক তুলে ধরেন টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের ক্যানসার বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ একেএম আহসান হাবীব।

টিএমএসএস মেডিকেল কলেজের সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ আব্দুল মজিদ সেমিনারে সভাপতিত্ব করেন। সেমিনারে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান,ডাক্তার,নার্সসহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। শেষে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে।