পাকিস্তানের চরম ব্যাটিং বিপর্যয়, ২৬ রানে নেই ৬ উইকেট

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২০ ১২:৪৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৭ বার।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের চরম ব্যাটিং বিপর্যয়। ৪ উইকেটে ১৪৬ রান করা দলটি এরপর মাত্র ২৬ রানের ব্যবধানে হারায় ৬ উইকেট।

সময়ের ব্যবধানে উইকেট পতনের কারণে ৪৩.১ ওভারে ১৭২ রানে অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন অধিনায়ক রোহেল নাজির। এ ছাড়া ৫৬ রান করেন ওপেনার হায়দার আলী। ২১ রান আসে মোহাম্মদ হারিসের ব্যাট থেকে।

বাকি ৮ জন ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার রান করতে না পারায় সম্মানজনক স্কোর গড়তে পারেনি পাকিস্তান। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার সেনোস পার্কে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ফাইনালের টিকিটি নিশ্চিত করতে ১৭৩ রানের সহজ টার্গেট তাড়া করছে ভারতীয় যুব দল।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ৪৩.১ ওভারে ১৭২/১০ (রোহেল নাজির ৬২, হায়দার আলী ৫৬, হারিস ২১; সুশান্ত মিশ্রা ৩/২৮)।