প্রশ্নফাঁস-জালিয়াতির মাধ্যমে ভর্তি হওয়া ৬৩ শিক্ষার্থীর তালিকা প্রকাশ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২০ ১৪:০৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯০ বার।

প্রশ্নফাঁস ও ডিজিটাল জালিয়াতির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি হওয়া ৬৩ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

মঙ্গলবার বিকালে তালিকা প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রাব্বানী। 

এর আগে গত ২৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটে এসব শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। 

প্রক্টর একেএম গোলাম রাব্বানী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সিন্ডিকেটে এসব শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছিল। বহিষ্কৃতদের তালিকাটি সংশ্লিষ্ট ডিন, হল ও বিভাগসমূহের কার্যালয়ে পাঠানো হয়েছে।