ট্রাম্পের ভাষণের কপি ছিঁড়ে ফেললেন পেলোসি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২০ ০৭:১৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৬২ বার।

ডোনাল্ড ট্রাম্পের বাৎসরিক ভাষণের লিখিত কপি সবার সামনে ছিঁড়ে ফেলতে দেখা গেছে গেছে কংগ্রেসের ডেমোক্রেটিক স্পিকার ন্যান্সি পেলোসিকে।

যুক্তরাষ্ট্রে কংগ্রেসের সামনে প্রতিবছর স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেওয়া দীর্ঘদিনের রীতি। স্পিকার ভাষণের জন্য প্রেসিডেন্টকে আমন্ত্রণপত্র পাঠান। গত বছর পেলোসি এই আমন্ত্রণ পাঠাতে বেঁকে বসেন।

ট্রাম্প মঙ্গলবার ভাষণে নিজেই নিজের ‘উচ্ছ্বসতি’ প্রশংসা করেন। দেশবাসীকে দেওয়া সব কথা তিনি রেখেছেন বলে দাবি করেন। এ সময় প্রতিপক্ষ রাজনৈতিক দলের সমালোচনা করতে গিয়ে বেশ কিছু ‘বিতর্কিত’ তথ্য দেন। সেগুলোই পছন্দ হয়নি পেলোসির।

ট্রাম্প বলেন, ‘আমেরিকার পতন ঠেকিয়েছি আমরা। আমি মানুষকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেছি।’