রোনালদো-নেইমারের জন্মদিন আজ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২০ ০৭:৪৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৬ বার।

দুজন অন্যতম সেরা ফুটবলার; দুজনই আক্রমণভাগের খেলোয়াড়। একজন বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সেই আগের মতোই দুর্বার। আরেকজন বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। কাকতালীয় বিষয়, দুইজনেরই জন্মদিন ৫ ফেব্রুয়ারি! আজ বুধবার ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমারের জন্মদিন।

এর মধ্যে ৩৪ পেরিয়ে ৩৫ এ পা দিলেন পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো। আর ২৬ শেষে ২৭ এ পা দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমার।

১৯৮৫ সালের ৫ ফেব্রুয়ারি পর্তুগালের মাদেইরাতে জন্মগ্রহণ করেছিলেন রোনালদো। পেশাদার ক্যারিয়ারে স্পোর্টিং লিসবন, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ঘুরে বর্তমানে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের সদস্য রোনালদো সব মিলিয়ে ৮৩৩ ম্যাচে ৬৩৩ টি গোল করেছেন। আর জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৩৪ ম্যাচে ৯৯টি গোল করেছেন।

বর্ণাঢ্য ক্যারিয়ারে ক্লাব ফুটবলে ছয়বার চ্যাম্পিয়নস লিগসহ জিতেছেন অসংখ্য শিরোপা। জাতীয় দলের হয়ে জিতেছেন ইউরো ও উয়েফা নেশন্স লিগ শিরোপা। আর ব্যক্তিগত অর্জনের মধ্যে আছে পাঁচটি ব্যালন ডি’অর পুরস্কার; পাঁচবার হয়েছেন ফিফা বর্ষসেরা ফুটবলার!

অন্যদিকে ১৯৯২ সালের ৫ ফেব্রুয়ারি ব্রাজিলের সাও পাওলোর মগি দস ক্রুজেসে জন্ম নেইমারের। ২০০৯ সালে নিজ দেশ ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে ক্যারিয়ার শুরু করেন নেইমার। পরবর্তীতে বার্সেলোনা ঘুরে বর্তমানে পিএসজিতে নেইমার। সব মিলিয়ে ৪৮৬ ম্যাচে ৩০৭ গোল রয়েছে তার। আর ব্রাজিলের জার্সিতে ১০১ ম্যাচে ৬১টি গোল করেছেন তিনি।

বার্সেলোনায় থাকার সময় তারকা এই ফরোয়ার্ড দুইবার লা লিগা, একবার চ্যাম্পিয়নস লিগ ও একবার ফিফা ক্লাব বিশ্বকাপসহ জিতেছেন অনেক শিরোপা। সাফল্য দেখিয়ে যাচ্ছেন পিএসজি’র হয়েও।