বগুড়ার দুপচাঁচিয়ায় খালের পাশে পোড়া লাশ

দুপচাঁচিয়া উপজেলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২০ ০৮:২৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪০৬ বার।

বগুড়ার দুপচাঁচিয়ায় এক ব্যক্তিকে জবাই করে পুড়িয়ে হত্যা করা হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে পুলিশ উপজেলার বেরুঞ্জ ডোগলাপাড়া গ্রামে একটি খালের পাশ থেকে তার লাশ উদ্ধার করে। তবে নিহতের পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। খবর পেয়ে পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য জাহিদুল ইসলাম জানান, বগুড়া ও জয়পুরহাট জেলার সীমানা নির্ধারণকারী বেরুঞ্জগ্রামের ডোগলাপাড়া এলাকার একটি খালের পাশে সকালে পোড়া লাশটি পড়ে থাকতে দেখে গ্রামবাসী তাকে খবর দেন। তিনি বলেন, ‘লাশটি এমনভাবে পোড়ানো হয়েছে যে মুখ দেখে চেনা সম্ভব নয়। তাই তার নাম-পরিচয় জানা যায়নি। তবে এতটুকু বোঝা যাচ্ছে যে লাশটি একজন পুরুষের এবং তাকে জবাই করে হত্যার পর পোড়ানো হয়েছে।’
ঘটনাস্থলে থাকা দুপচাঁচিয়া থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, যে স্থানে লাশ পড়েছিল তা থেকে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলা সীমানার দূরত্ব মাত্র ২০ মিটার। কখন ওই হত্যাকাণ্ড ঘটেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটি এই মুহুর্তে বলা যাচ্ছে না। আমরা লাশটি উদ্ধার করেছি। এসপি স্যার আসছেন। তারপর ময়না তদন্তের জন্য লাশটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।’