জাতীয় গ্রন্থাগার দিবসে বগুড়ায় শিশুদের মাঝে বই বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২০ ১৩:১৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৪ বার।

জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে বুধবার বগুড়ার শাজাহানপুরে মকবুল হোসেন স্মৃতি পাঠাগারের উদ্যোগে উপজেলার মানিকদিপা বিন্নাচাপড় গ্রামের ‘স্বপ্ন পুরণ স্কুলে’ শিশুদের মাঝে বই বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে ‘স্বপ্ন পুরণ স্কুল’ কর্তৃপক্ষের উদ্যোগে গ্রামীণ শিশুদের জন্য ৪৫ রকমের শীতকালীন পিঠার সমন্বয়ে ‘পিঠা উৎসব’র আয়োজন করা হয়।

‘গ্রন্থাগারে বই পড়ি-আলোকিত জীবন গড়ি’ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

সহকারি প্রোগ্রামার মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে এবং মকবুল হোসেন স্মৃতি পাঠাগারের সভাপতি বাদশা আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি (ভার:) আলমগীর হোসেন, যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নূরুন্নবী তারেক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খরণা ইউনিয়ন যুবলীগ সভাপতি মাকসুদুর রহমান বাবু এবং মাঝিড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি শহিদুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্বপ্ন পুরণ স্কুলের পরিচালক মিজানুর রহমান।