নওগাঁয় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক

নওগাঁ (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৫৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৭ বার।

নওগাঁর মান্দায় দেশীয় অস্ত্রসহ ৪ জন ডাকাতকে আটক করেছে পুলিশ ব্যুরোর অব ইনভেষ্টিগেশন (পিআইবি) পুলিশ। বুধবার ভোরে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়ন চকউমেদ গ্রাম থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে দুটি হাসুয়া শাবলসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটক হওয়া ডাকাতরা হলো- জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার শালবন গ্রামের ছামসুল হক এর ছেলে সাহিন (২২), কালাই থানার পাইগোন গ্রামের মৃত বাহা মুন্সির ছেলে মিলন হোসেন (২৩), জয়পুরহাট সদর থানার সুন্দরপুর গ্রামের শামসুদ্দিনের ছেলে শামসুল ইসলাম (২৫), ও একই গ্রামের নুরুল ইসলামে ছেলে মাসুম মিয়া (২৫)।

এই ঘটনায় পিআইবি পুলিশের এসআই আব্দুল হান্নান বাদি হয়ে মান্দা থানায় একটি মামলা দাযের করেছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মান্দা থানার ওসি মোজাফফর হোসেন জানান, ওই গ্রামে ডাকাতরা আবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক পিআইবির এসআই আব্দুল হান্নানকে তাদের আটকের নির্দেশ দেয়। এস আই হান্নান তখন তাদের টিম নিয়ে ওই এলাকা ঘিরে ফেলে। পরে তাদের অস্ত্রসহ আটক করে। এসময় কয়েকজন পালিয়ে যায়। 

তিনি আরো জানান, ডাকাতের এই চক্রটি দেশের বিভিন্ন জেলাতে ডাকাতি করে আসছে।