৯ হাজার কোটি টাকার সেই কোকেন মাটিচাপা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২০ ১৫:০০ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৮ বার।

চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেল ঘোষণা দিয়ে বলিভিয়া থেকে আনা ড্রাম ভর্তি ৩৭০ লিটার কোকেন মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়েছে। বুধবার পতেঙ্গায় র‌্যাব-৭ এর সদর দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের উপস্থিতিতে প্রায় ৯ হাজার কোটি টাকা মূল্যের এই কোকেন মাটিচাপা দেয় র‌্যাব। খবর সমকাল অনলাইন 

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মাশকুর রহমান জানান, আদালতের নির্দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পরিবশে অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রতিনিধির উপস্থিতিতে এই কোকেন ধ্বংস করা হয়।

এর আগে ২০১৫ সালের ৭ জুন চট্টগ্রাম বন্দরে একটি কন্টেইনার আটক করে সিলগালা করে দেয় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর ও মহানগর গোয়েন্দা পুলিশ। বলিভিয়া থেকে মেসার্স খান জাহান আলী লিমিটেডের আমদানি করা সূর্যমুখী তেলবাহী কন্টেইনারটি সিঙ্গাপুর হয়ে ১২ মে চট্টগ্রাম বন্দরে আসে।

আদালতের নির্দেশে ওই চালানের কন্টেইনারটি খুলে ১০৭টি ড্রাম থেকে নমুনা সংগ্রহ করা হয়। ঢাকার বিসিএসআইআর এবং বাংলাদেশ ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে তরলের নমুনা পরীক্ষায় তরল কোকেনের অস্তিত্ব ধরা পড়ে। ৫৯ ও ৯৬ নম্বর ড্রামে কোকেন পাওয়া যায়। দুটি ড্রামে ১৮৫ লিটার করে মোট ৩৭০ লিটার কোকেন ছিল।

এ ঘটনায় নগরীর বন্দর থানায় প্রথমে মাদক মামলা রেকর্ড করে পুলিশ। পরে আদালতের নির্দেশে চোরাচালানের ধারাও যুক্ত করে। মামলাটি থানা পুলিশ থেকে তদন্তের দায়িত্ব দেওয়া হয় মহানগর গোয়েন্দা পুলিশকে। গোয়েন্দা পুলিশ তদন্ত করে মাদক আইনের ধারায় কোকেন আমদানিকারক খান জাহান আলী প্রতিষ্ঠানের মালিক নূর মোহাম্মদের নাম বাদ দিয়ে আদালতে চার্জশিট দাখিল করে।

পরে গোয়েন্দা পুলিশের তদন্ত ক্রুটিপূর্ণ হওয়ায় মামলাটি অধিকতর তদন্তের জন্য র‌্যাবকে নির্দেশ দেয় আদালত। এরপর র‌্যাব তদন্ত করে নুর মোহাম্মদকে অর্ন্তভুক্ত করে আদালতে সম্পূরক চার্জশিট দাখিল করে। একইভাবে চোরাচালানের ধারায় দায়ের হওয়ায় মামলাটি এখনো অধিকতর তদন্ত করছে র‌্যাব-৭।

মাদক ধ্বংস অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা কোকেন আমদানি করেছেন তারা উপযুক্ত শাস্তি পাবেন।

র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমদ বলেন, দেশীয় চক্র এবং বিদেশি চক্র কোকেন আমদানির সঙ্গে জড়িত। এরমধ্যে দুজন প্রবাসী যুক্তরাজ্য অধিবাসী। তাদের ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারের চেষ্টা করছি।

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংসদ সদস্য হাবিবুর রহমান, ফরিদুল হক খান, পীর ফজলুর রহমান ও এম এ লতিফ এমপি, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান প্রমুখ।