টিএমএসএস রিলিজিয়াস কমপ্লেক্স পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০ ১১:২৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৬ বার।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষ্যে বগুড়ায় টিএমএসএস রিলিজিয়াস কমপ্লেক্স পরিচালিত দাখিল মাদরাসা, ঠেঙ্গামারা ইয়াতিমখানা, নূরানী ও হাফেজিয়া মাদরাসা, টিএমএসএস অটিজম ও প্রতিবন্ধী স্কুল এবং পুনর্বাসন কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলার ঠেঙ্গামারায় মাদরাসা ক্যাম্পাসে ওই ক্রিড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নিশিন্দারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সরকার। এসময় তিনি বলেন, 'মাদরাসা শিক্ষার্থীরা এখন ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে উঠছে। দেশের উন্নয়নে অবদান রাখছে। প্রতিটি মাদরাসার উন্নয়নে সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত।'

বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ আয়শা বেগম, টিএমএসএস এর পরামর্শক (শিক্ষা) মোঃ খোরশেদ আলম, অনুদান দাতা আমেরিকা প্রবাসী নূর মোহাম্মদ ও নিশিন্দারা ইউপি সদস্য জুলফিকার আলী।

টিএমএসএস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মাহমুদা বেগমের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিএমএসএস রিলিজিয়াস কমপ্লেক্সের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান পীর সাহেবের পত্নী রওশান আরা বেগম, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা রাকিবা সুলতানা, আমেরিকা প্রবাসী ডোনার ফারজানা মল্লিক নির্ঝর, টিএমএসএস টেকনিক্যাল ইন্সটিটিউট (টিটিআই) এর অধ্যক্ষ মাসুদ রানা নান্নু, টিডিএম পরিচালনা পর্ষদের সদস্য আব্দুল হাকিম আব্দুল হান্নান,টিএমএসএস দাখিল মাদ্রাসার সুপার মুফতি মাসুদুর রহমান ও নিশিন্দারা ইউপি সদস্য জহুরুল ইসলাম।

অনুষ্ঠান পরিচালনা করেন টিএমএসএস দাখিল মাদরাসা (টিডিএম) এর সহকারী শিক্ষক মাহমুদুর রহমান। অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।