১৭৭ আরোহীসহ রানওয়ে থেকে ছিটকে প্লেন তিন টুকরো

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০ ১১:৫১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮৪ বার।

তুরস্কের ইস্তাম্বুলের সাবিহা গোকসেন আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে পড়েছে একটি যাত্রীবাহী প্লেন। এতে প্লেনের অন্তত ৫১ যাত্রী আহত হয়েছেন।

অবতরণের সময় প্লেনটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে তিন টুকরো হয়ে যায় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। এ সময় পেগাসাস এয়ারলাইন্সের প্লেনটিতে আগুন ধরে যায়।

আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ইস্তাম্বুলের গভর্নর আলী  ইয়ারলিকায়া।

তুরস্কের পরিবহন মন্ত্রী কাহির তুরান জানিয়েছেন, বোয়িং ৭৩৭ মডেলের প্লেনটিতে ১৭১ যাত্রী ও ৬ ক্রু ছিলেন। তবে স্বস্তির বিষয় দুর্ঘটনায় কোনও প্রাণহানি হয়নি।